কোনও জোটে নয়, লোকসভা নির্বাচনে একা লড়বে মায়াবতীর BSP

NDA বা INDIA , দুই জোটই দলিত বিরোধী বলে তোপ দেগেছেন বিএসপি নেত্রী।

July 19, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: NDA বা INDIA নয়, আগামী বছর লোকসভা ভোটে একাই লড়বে বহুজন সমাজ পার্টি, এমনটাই জানালেন দলের সভানেত্রী মায়াবতী।

NDA বা INDIA , দুই জোটই দলিত বিরোধী বলে তোপ দেগেছেন বিএসপি নেত্রী।

বুধবার সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেন, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন আছে লোকসভা ভোটের আগে। সেই সব নির্বাচনে বিএসপি স্থানীয় কোনও দলের সঙ্গে জোট বাঁধা বা আসন সমঝোতার পথে যেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen