বাড়ানো হল বাজেট, চাকরিতে সংরক্ষণ, পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্যে বড় ঘোষণা মমতার

চাকরিক্ষেত্রেও তাঁদের জন্য সংরক্ষণ বাড়ল। এখন থেকে ২২ শতাংশ সংরক্ষিত করা হল পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য

August 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

অনগ্রসর শ্রেণি কল্যাণে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। তফসিলি জাতির জন্য বাজেট বাড়ানো হল। একথা বুধবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

চাকরিক্ষেত্রেও তাঁদের জন্য সংরক্ষণ বাড়ল। এখন থেকে ২২ শতাংশ সংরক্ষিত করা হল পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য। এদিনই প্রথম রাজ্যে নবগঠিত তফসিলি জাতি উন্নয়ন কাউন্সিলের বৈঠক হয়। সব সদস্যকে নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তফসিলি জাতির উন্নয়নে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পরই তফসিলি জাতি, উপজাতির উন্নয়নের পৃথকভাবে সেডিউল্ড কাস্ট এডভাইজারি কাউন্সিল তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবারই সেই কাউন্সিলের প্রথম বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণির জনপ্রতিনিধি তথা বলাগড়ের তৃণমূল (TMC) বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি। ছিলেন কাউন্সিলের অন্যান্য সদস্যও। তাঁরা একাধিক সুবিধা-অসুবিধার কথা তোলেন। তার চটজলদি সমাধানও করে দেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen