২০২৭ সালে চাকা গড়াবে বুলেট ট্রেনের: কোথা থেকে চলবে ট্রেন?

September 28, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.২০: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) শনিবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে জানিয়েছেন যে গুজরাতের সুরাত থেকে বিলিমোরা পর্যন্ত ৫০ কিলোমিটার দীর্ঘ ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের অংশটি ২০২৭ সালের মধ্যে চালু হবে। আর ২০২৯ সালের মধ্যে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত সম্পূর্ণ রেলপথটি কার্যকর হয়ে যাবে। এই বুলেট ট্রেন পরিষেবা চালু হলে মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে দূরত্ব মাত্র দু’ঘণ্টা সাত মিনিটে অতিক্রম করা সম্ভব হবে।

রেলমন্ত্রী সুরাতে নির্মাণাধীন বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন করেন এবং সেখানে ট্র্যাক স্থাপনের কাজ খুঁটিয়ে দেখেন। তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন যে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের অগ্রগতি খুবই সন্তোষজনক। বৈষ্ণব বলেন, “প্রকল্পের সামগ্রিক উন্নতি খুব ভালো হচ্ছে। সুরাত ও বিলিমোরার মধ্যে প্রথম ৫০ কিলোমিটার অংশটি ২০২৭ সালের মধ্যে জনসাধারণের জন্য খোলা হবে। এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ২০২৮ সালের মধ্যে ঠানে থেকে আহমেদাবাদ পর্যন্ত পুরো অংশটি চালু হবে, এবং ২০২৯ সালের মধ্যে মুম্বাই-আহমেদাবাদ সম্পূর্ণ রুটটি চালু হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে মূল লাইনে ট্রেনের গতি থাকবে ঘণ্টায় ৩২০ কিলোমিটার, এবং লুপ লাইনে গতি হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। রেলমন্ত্রী জোর দিয়ে বলেন যে ট্রেনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতের রেল পরিকাঠামোতে একটি ঐতিহাসিক মাইলফলক সৃষ্টি হবে, যা যাত্রীদের জন্য ভ্রমণের সময় অনেক কমিয়ে আনার পাশাপাশি অর্থনৈতিক যোগাযোগকেও শক্তিশালী করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen