বুমরাহ সুরক্ষিত, সিরাজ বলির পাঠা? ভারতের বোলিং নীতি নিয়ে প্রশ্ন!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫০ ওভারের বেশি বল করার পর তাঁকে এজবাস্টন এবং দ্য ওভালের মতো গুরুত্বপূর্ণ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে

August 1, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৬: বর্তমানে ভারতীয় দল জসপ্রিত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে যথেষ্ট সতর্ক। পিঠের পুরনো চোটের কথা মাথায় রেখে টিম ম্যানেজমেন্ট তাঁর ওয়ার্কলোড অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামলাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫০ ওভারের বেশি বল করার পর তাঁকে এজবাস্টন এবং দ্য ওভালের মতো গুরুত্বপূর্ণ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে—যা তাঁর কেরিয়ার দীর্ঘায়িত করতেই পরিকল্পিত।

কিন্তু অপরদিকে, মহম্মদ সিরাজ (Mohammed Siraj) যেন ভারতের নিরলস বোলিং যন্ত্রে পরিণত হয়েছেন। যখনই বুমরাহ বিশ্রামে থাকেন, তখন সিরাজই সামলান পেস আক্রমণের ভার। এজবাস্টনে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩৩৬ রানের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন তিনি। চলতি অ্যান্ডারসন-টেন্ডুলকার (Anderson-Tendulkar) ট্রফিতেও তিনি সবচেয়ে বেশি—১৩৯ ওভার বল করে ১৪টি উইকেট নিয়েছেন, যদিও তাঁর গড় কিছুটা বেশি (৩৯.৭১)। অন্যদিকে, বুমরাহও নিয়েছেন ১৪টি উইকেট, কিন্তু অনেক কম ওভার বল করে।

সিরাজের নিরলস পরিশ্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে প্রশ্ন উঠছে—এই অতিরিক্ত দায়িত্ব কি তাঁকে ধীরে ধীরে ক্লান্ত করে দিচ্ছে না? যেমনভাবে বুমরাহকে সযত্নে আগলে রাখা হচ্ছে, তেমনভাবে সিরাজের দিকেও নজর দেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের। কারণ, একটানা খেলার ফলে যদি তাঁর শরীরে ক্লান্তি জমে, তবে ভবিষ্যতে তাঁর কেরিয়ারই হুমকির মুখে পড়তে পারে।

গত দুই বছরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ৫২৭ ওভার বল করেছেন সিরাজ। ২২টি টেস্টে ৬২টি উইকেট তুলে নিয়েছেন ৩১.৭৯ গড়ে। অভিজ্ঞতার অভাব বা দলের চোট-আঘাতের সময় তিনিই সামনে এসে নেতৃত্ব দিয়েছেন। তাঁর আগ্রাসী মানসিকতা, ধারাবাহিকতা ও বল করার আগ্রহ ভারতের পেস আক্রমণকে টিকিয়ে রেখেছে।

ওভালে চলমান পঞ্চম টেস্টেও বিশ্রামে রয়েছেন বুমরাহ। আর সিরাজ আবারও দায়িত্বের কেন্দ্রে। প্রশ্ন উঠছে, যদি বুমরাহের ভবিষ্যৎ রক্ষায় এত কৌশল অবলম্বন করা হয়, তবে সিরাজের ক্ষেত্রেও কেন নয়? এই তরুণ পেসারের শরীর ও ছন্দ যেন অকালেই হারিয়ে না যায়, তা নিশ্চিত করাই এখন টিম ম্যানেজমেন্টের দায়িত্ব। কারণ আজ সিরাজ না থাকলে, ভারতের বোলিং মেরুদণ্ডটাই হেলে পড়তে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen