বুমরাহ ফিরছেন, অর্শদীপ রিজার্ভ বেঞ্চে! পাকিস্তানের বিরদ্ধে ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হবে ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৪০: আসন্ন এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে পাকিস্তানের মুখোমুখি হতে চলা ভারতের সম্ভাব্য একাদশে বড় পরিবর্তন হতে চলেছে ! জাসপ্রিত বুমরাহের প্রত্যাবর্তন মানে অর্শদ্বীপ সিংকে আবারও বেঞ্চে বসতে হতে পারে। বুমরাহকে ওমান ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল, তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
ভারত এখনও পর্যন্ত জয়ের ধারা অব্যাহত রেখেছে। দলের অভিজ্ঞ ব্যাটসম্যান সূর্যকুমার যাদব নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি চাইবেন এই জয়ের ধারা পাকিস্তানের বিপক্ষেও বজায় রাখতে। এদিকে, অক্ষর প্যাটেলের চোট নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে নিয়েই শুরু করবে ভারত।
ভারতের সম্ভাব্য একাদশে ওপেনার হিসেবে থাকছেন অভিষেক শর্মা ও শুভমন গিল, সূর্যকুমার যাদব ও তিলক বর্মা, উইকেটকিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম ডুবে ও অক্ষর প্যাটেল, স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী এবং পেসার হিসেবে জাসপ্রিত বুমরাহ। বেঞ্চে থাকবেন অর্শদ্বীপ সিং, জিতেশ শর্মা, হর্ষিত রানা এবং রিঙ্কু সিং।
অর্শদ্বীপ সিং শনিবারের ম্যাচে প্রথমবারের মতো টি২০-তে ১০০ উইকেট পূর্ণ করেছেন। ওমানের ম্যাচে তিনি অসাধারণ পারফর্ম করেছেন। তবুও, বুমরাহের প্রত্যাবর্তন এবং দুবাইয়ের উইকেটে স্পিনারদের গুরুত্বের কারণে তাকে আবার বেঞ্চে বসতে হতে পারে।