দৃষ্টান্ত তৈরি করেছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল

ভর্তি থাকা অনেক রোগীকে ঠিকমতো দেখা হচ্ছে না। এই পরিস্থিতিতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল দৃষ্টান্ত তৈরি করেছে।

August 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
—ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এদিনও জুনিয়র চিকিৎসকরা অবস্থান বিক্ষোভ করেছেন। তাঁরা বলেন, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে না। প্রয়োজনে ইমার্জেন্সিতে গিয়ে চিকিৎসা করা হবে। তবে রোগীদের পরিবারের অনেকে অভিযোগ, আগের মতো পরিষেবা পাওয়া যাচ্ছে না। ভর্তি থাকা অনেক রোগীকে ঠিকমতো দেখা হচ্ছে না। এই পরিস্থিতিতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল দৃষ্টান্ত তৈরি করেছে।

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার রোগীরা আসেন। তাঁদের সবরকমভাবে সহযোগিতা করা হচ্ছে বলে কর্তৃপক্ষের দাবি। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হচ্ছে। বিভিন্ন জায়গায় নতুন করে সিসিক্যামেরা বসছে। আলোর ব্যবস্থা করা হচ্ছে। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালেও একই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাতের দিকে পুলিস কর্মীরা টহলদারি বাড়িয়েছে। হাসপাতালের নিজস্ব নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানো হবে। এক আধিকারিক বলেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে শোনা যাচ্ছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সমস্ত চিকিৎসকরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সেই কারণেই চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen