বর্ধমান স্টেশনে দুর্ঘটনা, পদপিষ্টের মতো পরিস্থিতিতে আহত অন্তত ৭

October 12, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪০: রবিবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে। ট্রেন ধরার তাড়ায় পদপিষ্ট হয়ে আহত হলেন অন্তত সাতজন যাত্রী। জানা যাচ্ছে, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। পদপিষ্টের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছেন বর্ধমান স্টেশনে। ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

রবিবার সন্ধ্যায় একই সময়ে বর্ধমান স্টেশনের ৪, ৬ ও ৭ নং প্ল্যাটফর্মে তিনটি ট্রেন দাঁড়িয়েছিল। ট্রেন ধরার তাড়াহুড়োয় সিঁড়ি দিয়ে নামছিলেন যাত্রীরা। ভিড় বাড়তে থাকে। যার জেরে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। আহত হন অন্তত ৭ জন। ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের ভর্তি করা হয়।

জানা যাচ্ছে, স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ছাড়া অন্য সব প্ল্যাটফর্মের এস্কেলেটর অচল। ফলে যাত্রীদের সিঁড়ি দিয়েই যাতায়াত করতে হয়। জানা যাচ্ছে, আজ ৪ ও ৫ নং প্ল্যাটফর্মের সংযোগকারী সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen