স্বাধীনতা দিবসের সকালে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত অন্তত ১০, আহত ৩৫
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৫: স্বাধীনতা দিবসের সকালেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল বর্ধমানে। জানা যাচ্ছে, দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে যাত্রীবাহি বাস। এখনও পর্যন্ত দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন বহু মানুষ।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব বর্ধমানে জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাস। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায় দুর্ঘটনার জেরে যান চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার একপাশে দাঁড়িয়েছিল লরিটি। বাসের চালক নিয়ন্ত্রণ হারাতেই এই দুর্ঘটনা ঘটে। পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনা ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসযাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা। বিহারের মতিয়ার থানা এলাকার চিরাইয়া সারসওয়া ঘাট এলাকার বাসিন্দা তাঁরা। গঙ্গাসাগরে স্নান করতে বাংলায় এসেছিলেন তাঁরা। স্নান শেষে বাড়ি ফিরছিলেন। বাসে ৫ জন শিশু সহ ৪৫ জন যাত্রী ছিলেন।