যমুনোত্রীর পথে খাদে বাস, উত্তরকাশীর দুর্ঘটনায় মৃত ২৬

মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে ৩০ জন তীর্থযাত্রী নিয়ে যমুনোত্রীর উদ্দেশে রওনা হয়েছিল বাসটি।

June 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

যমুনোত্রী যাওয়ার পথে উত্তরকাশীর কাছে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস। তাতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে ৩০ জন তীর্থযাত্রী নিয়ে যমুনোত্রীর উদ্দেশে রওনা হয়েছিল বাসটি। রবিবার, উত্তরকাশীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, ‘‘এখনও পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ছ’জনকে আহত অবস্থায় তুলে এনে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।’’ তিনি এই বিবৃতি দেওয়ার পর উদ্ধার হয় আরও মৃতদেহ।

ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শোকপ্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen