আজ থেকে কলকাতায় চালু হচ্ছে বাস, ক্যাব পরিষেবা

জেলাগত ভাবে কলকাতা এখনও করোনার রেড জোনে। সোমবার পর্যন্ত কনটেনমেন্ট জোনের সংখ্যা ৩৪০। তবু জীবন তো থেমে থাকে না। জরুরি প্রয়োজন এবং সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখেই কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনায় সরকারি বাস চালু করল পরিবহণ দপ্তর।

May 13, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

জেলাগত ভাবে কলকাতা এখনও করোনার রেড জোনে। সোমবার পর্যন্ত কনটেনমেন্ট জোনের সংখ্যা ৩৪০। তবু জীবন তো থেমে থাকে না। জরুরি প্রয়োজন এবং সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখেই কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনায় সরকারি বাস চালু করল পরিবহণ দপ্তর। 

তবে সব রুটে নয়, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম আপাতত ১৩টি রুটে বাস চালাবে। সবই নন-এসি বাস। কোনও ভাবেই কুড়ি জনের বেশি যাত্রী তোলা যাবে না তাতে। সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত বাস চলবে। যাত্রীদের মাস্ক থাকা বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানান, বহু মানুষ কাজে যোগ দিতে চাইছেন। কিন্তু বাস পাচ্ছেন না। তাই এই সিদ্ধান্ত। 

সরকারি বাসের ভাড়া অপরিবর্তিতই থাকছে। ভাড়ার ক্ষেত্রে বেসরকারি পরিষেবা প্রদানকারীদের স্বাধীনতা দিয়েছে সরকার।

আজ থেকে কলকাতায় চালু হচ্ছে বাস, ক্যাব পরিষেবা

১৩টি রুটে সরকারি বাসে চালক ও কন্ডাক্টরদের সুরক্ষায় পিপিই, ফেস প্রোটেক্টার, স্যানিটাইজারের ব্যবস্থাও করা হয়েছে। চালকের সুরক্ষায় তাঁদের বসার আসন ঘিরে কেবিনও করে দেওয়া হয়েছে। 

যে ১৩টি রুটে সরকারি বাস পরিষেবা চালু হল, তার প্রতিটিতে আপাতত দু’টি করে বাস বরাদ্দ করা হয়েছে। কুড়ি জন যাত্রী হলে যাত্রা শুরু হবে। পথে কোনও যাত্রী নেমে গেলে তবেই নতুন যাত্রী নেওয়া হবে। যাত্রী চাহিদার অনুপাতে বাড়ানো হবে বাসের সংখ্যা।

এ দিনের সরকারি ঘোষণা অনুযায়ী, অ্যাপ ক্যাবও শর্তসাপেক্ষে চলাচল করতে পারবে। কর্মস্থলে যাতায়াত, জরুরি চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে যেতে অ্যাপ ক্যাব বুক করা যাবে। পর্যায়ক্রমে ট্যাক্সিও চালু করার অনুমতি দেওয়া হবে। কলকাতা, হাওড়া, বিধাননগর ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় এই পরিষেবা মিলবে। তবে অ্যাপ ক্যাবে অফিস যেতে হলে সরকারের কাছ থেকে ই-পাস নিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen