রাজস্থানের জয়সলমেরে চলন্ত বাসে আগুন, মৃত অন্তত ২০, ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রের

October 15, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫৯: রাজস্থানের জয়সলমেরে (Jaisalmer bus fire) চলন্ত বাসে আগুন! এই ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আরও কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজস্থানের জয়সলমেরের থাইয়াতের সামরিক ঘাঁটির সামনে চলন্ত বেসরকারি বাসে আগুন লেগে যায়। বাসটি জয়সলমের থেকে যোধপুরে যাচ্ছিল।

আগুন লাগার পর যাত্রীদের অনেকেই চলন্ত অবস্থায় বাসের জানলা ভেঙে লাফ দেন। তাতেও অনেকে আহত হন। বেশ কয়েক জন যাত্রী ভিতরে আটকে পড়েন। ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

বাসে আগুন লাগার খবর পাওয়া মাত্র ছুটে আসেন সেনার সদস্যরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো ব্যবস্থা করেন সেনাকর্মীরা। খবর যায় দমকলে। বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মোদী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen