আজ থেকে চালু হচ্ছে বাস পরিষেবা

বারাসতের তিতুমির বাসস্ট্যান্ড থেকে চলাচল করে ৮০০ বাস।

July 1, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

‘আত্মশাসন পর্ব’এর মাঝেই আজ বৃহস্পতিবার থেকে রাস্তায় গড়াবে গণপরিবহণে যুক্ত সরকারি-বেসরকারি যানের চাকা। কিন্তু বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষ্যে রাজ্য সরকার ছুটি ঘোষণা করায় কত সংখ্যক মানুষ রাস্তায় নামবে, তা নিয়েও সংশয় রয়েছে। তবে যাত্রীদের আশ্বস্ত করে পরিবহণ দপ্তরের তরফে জানান হয়েছে, যাত্রী পরিষেবায় আজ থেকেই ১০০ শতাংশ সরকারি বাস (Govt Buses) চালু হবে। যদিও বিভাগীয় কর্তাদের একাংশের দাবি, রাজ্য সরকারের কাছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কয়েক কোটি টাকা বকেয়া রয়েছে। তাই কলকাতা সহ একাধিক জেলার বহু ডিপোতে তেল সঙ্কট রয়েছে। তবে শেষ মুহূর্তে তেলের জোগান বাড়িয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা চলছে। 


তবে বেসরকারি বাস-মিনিবাস নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা রয়েছে। বাস মালিকদের বক্তব্য, তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং যন্ত্রাংশের খরচ বেড়ে যাওয়ায় পুরানো ভাড়ায় পরিষেবা দেওয়া সম্ভব নয়। বিকল্প হিসেবে ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্যাকেজের দাবি তুলেছেন মালিকরা। পরিবহণ দপ্তর সূত্রের দাবি, ভাড়া বৃদ্ধি সংক্রান্ত কমিটি আগামী ৭ জুলাইয়ের মধ্যে নিজেদের রিপোর্ট জমা করবে। তার আগে ভাড়া বৃদ্ধি কিংবা আর্থিক প্যাকেজ নিয়ে কোনও সিদ্ধান্ত হবে না, বলেও জানিয়েছেন পরিবহণ কর্তাদের একাংশ। 
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় অল্প সংখ্যক বেসরকারি বাস পথে নামবে। বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের জেলায় এদিন বাস চলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে বর্ধমান, নদীয়া, পূর্ব মেদিনীপুর জেলায় ১০ শতাংশ বাস নামবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সূত্রে জানা গিয়েছে, আজ থেকে জেলার সবক’টি ডিপো থেকেই গুরুত্বপূর্ণ রুটে সরকারি বাস ছাড়বে। এনবিএসটির ডিরেক্টর বোর্ডের সদস্য মৃদল গোস্বামী বলেন, রাজ্য সরকারের নির্দেশ মেনে বৃহস্পতিবার ৫০ শতাংশ যাত্রী নিয়ে আমরা সব বাস চালাব। শিলিগুড়ি থেকে বিহার, অসম, ঝাড়খণ্ড সহ অন্য রাজ্যে যাওয়া বাস পরিষেবা আজ থেকে চালু হচ্ছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় আজ বেসরকারি বাস পথে নামছে না। 


উত্তর ২৪ পরগনায় কত শতাংশ বাস রাস্তায় থাকবে তানিয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত স্পষ্ট ছবি নেই। কারণ, জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশন ওইদিন সকাল ১১টায় তিতুমির বাসস্ট্যান্ডে বাস মালিকদের নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। অন্যদিকে, বনগাঁ থেকে দক্ষিণেশ্বরগামী ডিএন ৪৪রুটের বাস মালিক সংগঠন বাস চালানো হবে বলে জানালেও, যাত্রীদের কাছে বেশি ভাড়ার আবেদন থাকবে। অন্যদিকে, তৃণমূলের শ্রমিক সংগঠন রাস্তায় বাস নামবে বলে সাফ জানিয়েছে। জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অলক বিশ্বাস বলেন, বারাসত, বনগাঁ ও বসিরহাট মহকুমায় প্রতিদিন প্রায় ১,৩০০ বাস রাস্তায় যাত্রী পরিবহণ করে। 


বারাসতের তিতুমির বাসস্ট্যান্ড থেকে চলাচল করে ৮০০ বাস। তেলের দাম যেভাবে বেড়েছে, তাতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো সত্যি অসম্ভব। তাসত্ত্বেও আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। তৃণমূল শ্রমিক সংগঠনের জেলার সভাপতি তাপস দাসগুপ্ত বলেন, সকাল থেকে জেলার সব রাস্তায় বাস চলবে। সংগঠনের পক্ষ থেকে বাস মালিকদের কাছে এই বার্তা দেওয়া হয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen