ফেসবুক লাইভে মোদীকে দায়ী করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা দম্পতির, মৃত্যু স্ত্রীর

বাঘপতের সুভাষনগরের বাসিন্দা রাজীবের একটি জুতোর দোকান রয়েছে।

February 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মঙ্গলবার। ফেসবুক লাইভ চলছে। নিজের আর্থিক দুর্দশা বর্ণনা করছেন উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী। সাফ কথা, ‘এই অবস্থার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই দায়ী। জিএসটি চালু হওয়ার পর থেকেই ব্যবসার বেহাল দশা…’ বলতে বলতেই বিষের পাউচ ছিঁড়ে মুখে ঢেলে দেন। নিরস্ত করতে না পেরে পাউচের বাকি বিষ খেয়ে নেন স্ত্রীও। পুলিস জানিয়েছে, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাজীব। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী পুনমের। দেনার দায় থেকে মুক্তি পেতে এই আত্মহত্যার ঘটনায় শিউড়ে উঠেছে গোটা দেশ।
    
বাঘপতের সুভাষনগরের বাসিন্দা রাজীবের একটি জুতোর দোকান রয়েছে। রাজীবের পরিবার জানিয়েছে, ২০২০ সালে করোনার জন্য লকডাউন জারি হওয়ার পর থেকেই রাজীবের অবস্থার অবনতি হতে থাকে। দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় বহু জুতো নষ্ট হয়ে যায়। স্ত্রী, দুই সন্তানের সংসার চালাতে বাজারে ধার-দেনা করেন রাজীব। কিন্তু তা শোধ করতে পারেননি। এরপরেই আত্মহত্যার চরম সিদ্ধান্ত নেন। ফেসবুক লাইভে রাজীব বলেন, ‘আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কৃষক ও ছোট ব্যবসায়ীদের ভালো চান না।’ 

লাইভ ভিডিও দেখে পুলিসকে খবর দেন রাজীবের পরিচিতরা। পুলিস এসে রাজীব ও পুনমকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতালেই মৃত্যু হয় পুনমের। রাজীবের অবস্থা সঙ্কটজনক বলে পুলিস জানিয়েছে।


বিধানসভা নির্বাচনের ২৪ ঘণ্টা আগে এই ঘটনা নতুন করে অস্ত্র তুলে দিয়েছে বিরোধীদের হাতে। লখনউতে বুধবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘বাঘপতের ঘটনা দুঃখজনক। নোট বাতিল, জিএসটি এবং লকডাউনের জেরে ক্ষতির মুখে পড়েছেন ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা। মোদী সরকার এঁদের সহায়তায় এগিয়ে আসছে না দেখে কষ্ট হচ্ছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen