ভারতের দশজন কিংবদন্তী মহিলা বিজ্ঞানীর আবক্ষ মূর্তি বসল বিড়লা মিউজিয়ামে

বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় লেখা তাঁদের কথা, তাঁদের কাজের কথা সহ সংক্ষিপ্ত জীবনী। মূর্তির সঙ্গে কিউআর কোড বসানো হবে। যা স্ক্যান করে আরও তথ্য পাওয়া যাবে।

December 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে বসল দেশের দশজন কিংবদন্তী মহিলা বিজ্ঞানীর আবক্ষ মূর্তি। সঙ্গে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় লেখা তাঁদের কথা, তাঁদের কাজের কথা সহ সংক্ষিপ্ত জীবনী। মূর্তির সঙ্গে কিউআর কোড বসানো হবে। যা স্ক্যান করে আরও তথ্য পাওয়া যাবে।

জৈব রসায়নবিদ দর্শন রঙ্গনাথন, উদ্ভিদবিদ ডঃ অর্চনা শর্মা, ইঞ্জিনিয়ার রাজেশ্বরী চট্টোপাধ্যায়, আবহাওয়াবিদ আন্না মণি, জীববিজ্ঞানী কমল রনভিদ, রসায়নবিদ অসীমা চট্টোপাধ্যায়, পদার্থবিদ বিভা চৌধুরী, নৃতত্ত্ববিদ ডঃ ইরাবতী কার্ভে, উদ্ভিদবিদ ইকে জানকি আম্মাল ও চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের মূর্তি বসেছে। মূর্তির সঙ্গে ওই বিজ্ঞানীদের তথ্য সমৃদ্ধ আর্কাইভ সাধারণ মানুষ সহ গবেষকদের নানা কাজে সাহায্য করবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

মহিলা বিজ্ঞানীদের মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বৃহস্পতিবার। উপস্থিত থাকবেন রাজ্যপাল। টেলিভিশন গ্যালারি ও ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিজিটাল আর্কাইভেরও উদ্বোধন হবে। আর্কাইভে এখনও পর্যন্ত ৭০ ভারতীয় বিজ্ঞানীর জীবনী ও তাঁদের কাজের পুর্ণাঙ্গ তথ্য রাখা রয়েছে। আগামীতে আরও সংযোজন হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen