দীপিকা বাদ, ‘কল্কি ২’-এ কি তবে প্রিয়াঙ্কা? নতুন জল্পনায় উত্তাল সিনেদুনিয়া
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: বলিউডের চেনা পরিসর থেকে দূরে সরে গেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে যেন জানেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার নাকি দক্ষিণী ইন্ডাস্ট্রি তাঁকে নিয়ে নড়েচড়ে বসেছে। শোনা যাচ্ছে—‘কল্কি ২’-এর সিক্যুয়েলে দীপিকার জায়গায় প্রস্তাব গেছে তাঁর কাছেই।
গত কয়েক সপ্তাহ ধরেই দীপিকা পাড়ুকোনকে ঘিরে চলছে বিতর্ক। অপেশাদারিত্ব থেকে শুরু করে অতিরিক্ত পারিশ্রমিক দাবি—সব মিলিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নাকি তিনি হয়ে উঠেছেন অপছন্দের মুখ। ‘স্পিরিট’-এর পর ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল থেকেও তাঁকে বাদ দেওয়ার খবর প্রকাশ্যে আসে। কেউ বলছেন, শুটিং-ঘণ্টা নিয়ে অসন্তোষই মূল কারণ; আবার কেউ বলছেন, পারিশ্রমিক নিয়ে মতবিরোধ। অন্যদিকে দীপিকার ঘনিষ্ঠ মহল দাবি করছে—চিত্রনাট্যে তাঁর চরিত্র বেশ কমিয়ে দেওয়া হয়েছিল বলেই তিনি নিজেই সরে দাঁড়ান।
এই সব তত্ত্বের ভিড়েই নতুন খবর—দীপিকার পরিবর্তে ‘কল্কি ২’-এ প্রিয়াঙ্কা চোপড়াকে ভাবা হচ্ছে। এতে একাংশের কটাক্ষ, যেন বাস্তবেও ‘বাজিরাওয়ের কাশীবাঈ’ প্রতিশোধ নিলেন ‘মস্তানি’র উপর!
বর্তমানে প্রিয়াঙ্কা ব্যস্ত রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমার কাজে। বেশিরভাগ শুটিং শেষ করে তিনি এখন আমেরিকায় ফিরেছেন। এর মাঝেই ‘কল্কি ২’-এর প্রস্তাব গিয়েছে তাঁর হাতে। তবে শোনা যাচ্ছে, এখনই তিনি সই করতে রাজি নন। কারণ সামনে রয়েছে একাধিক আন্তর্জাতিক ও ভারতীয় প্রজেক্ট, উপরন্তু ‘বারাণসী’ মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া দেখে তবেই সিদ্ধান্ত নিতে চান তিনি।
সব বিতর্ক, গুঞ্জন, অন্তর্দ্বন্দ্বকে ছাপিয়ে এখন চোখ শুধু নির্মাতাদের ঘোষণার দিকে। প্রিয়াঙ্কা যদি সত্যিই ‘কল্কি ২’-এ সই করেন, তাহলে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যে বড়সড় পালাবদল ঘটবে, তা নিশ্চিত। আর যদি গুজবই থেকে যায়—তবুও তারকাদের এই নীরব শক্তির লড়াই যে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে, তা স্পষ্ট।