১৯ জুন কেরলেও উপনির্বাচন, নীলাম্বুরে প্রার্থী দেবে তৃণমূল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৫: আগামী ১৯ জুন দেশের একাধিক রাজ্যে ফাঁকা বিধানসভা কেন্দ্রগুলিতে উপ নির্বাচন হবে। বাংলা ছাড়াও কেরল রাজ্যের নীলাম্বুর আসনটিতে লড়তে পারে তৃণমূল। উল্লেখ্য, নীলাম্বুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন পিভি আনভার। চলতি বছর তিনি তৃণমূল যোগ দেন।
পিভি আনভার দু’বার লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে আনভার যোগ দেন তৃণমূলে। দলে তাঁকে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আনভার এখন কেরল তৃণমূলের আহ্বায়ক পদে আছেন। তাঁকে ঘিরেই কেরলে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল। তাঁকে সামনে রেখেই কেরলে সংগঠন বিস্তারের পরিকল্পনা করছে তৃণমূল। প্রসঙ্গত, তিনি বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় নীলাম্বুরে উপনির্বাচন হতে চলেছে।
তৃণমূল সূত্রে খবর, উপনির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল। জাতীয় দলের তকমা ফিরে পেতে অন্য রাজ্যে তৃণমূলের ৬ শতাংশ ভোট দরকার। সেই কারণে অসম, মেঘালয়, ত্রিপুরায় জমি শক্তি করছে তৃণমূল। এবার কেরলে জোড়াফুল ফোটানোর লক্ষ্য নেওয়া হয়েছে। নীলাম্বুর কেন্দ্রে প্রার্থী দিতে তোড়জোড় শুরু হয়েছে জোড়াফুল শিবিরে। এর আগে লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক থাকার সময় আনভার ৪৬ শতাংশেরও বেশি ভোট পেয়েছিলেন। ফলে ওই কেন্দ্রে জোড়াফুল ফোটার সম্ভাবনা রয়েছে। এখন দেখার তৃণমূল কাকে প্রার্থী করে।