বিহারের সঙ্গে সঙ্গে দেশের আট আসনে উপ-ভোটের ফলাফল আজ, কোথায় কে এগিয়ে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: বিহারের সঙ্গেই দেশের আটটি আসনে উপ নির্বাচন হয়েছে। ছয় রাজ্য রাজস্থান, পঞ্জাব, তেলঙ্গানা, ঝাড়খণ্ড, মিজোরাম এবং ওড়িশায় ছ’টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দু’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গগনা হচ্ছে আজ।
কাশ্মীর উপত্যকার বদগামে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে আছেন মেহবুবা মুফতির পিডিপি। জম্মুর নগরোটায় এগিয়ে বিজেপি। গত বছর বিধানসভা ভোটে বদগাম এবং গান্ডরবল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর। মুখ্যমন্ত্রী হওয়ার পর বদগামের বিধায়কপদ ছাড়েন তিনি। সেই কারণেই উপ নির্বাচন। বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিংহ রানার মৃত্যুর কারণে নগরোটা বিধানসভা কেন্দ্রে ফের ভোট হচ্ছে।
রাজস্থানের অন্তা বিধানসভা কেন্দ্রে আবার ভোট হচ্ছে। ওই কেন্দ্রের বিজেপি বিধায়ক কাঁওয়ারলাল মীনা এক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে, তার বিধায়কপদ খারিজ হয়েছে। সেখানে এগিয়ে কংগ্রেস। বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে নির্দল প্রার্থী।
বিধায়কদের মৃত্যুর কারণে তেলঙ্গানার জুবিলি হিলস, ওড়িশার নুয়াপাড়া, ঝাড়খণ্ডের ঘাটশিলা, পঞ্জাবের তরন তারন এবং মিজোরামের ডাম্পায় উপনির্বাচন হচ্ছে। দুপুর অবধি প্রবণতা বলছে, জুবিলি হিলসে কংগ্রেস, নুয়াপাড়ায় বিজেপি, তরণ তারণে আপ, ঘাটশিলায় জেএনএম এগিয়ে। ঘাটশিলায় পিছিয়ে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেনের পুত্র বাবুলাল।