আজ থেকে ট্যাক্সি-ক্যাব, অটোর সব আসনে যাত্রী

আজ বুধবার থেকে অ্যাপ ক্যাব ও ট্যাক্সি সব আসনেই যাত্রী নিতে পারবে। এর ফলে ট্যাক্সি ও অ্যাপ ক্যাবে সর্বোচ্চ চারজন যাত্রী তুলতে পারবেন চালকরা।

June 3, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ বুধবার থেকে অ্যাপ ক্যাব ও ট্যাক্সি সব আসনেই যাত্রী নিতে পারবে। এর ফলে ট্যাক্সি ও অ্যাপ ক্যাবে সর্বোচ্চ চারজন যাত্রী তুলতে পারবেন চালকরা। অটোরিকশাতেও যাত্রী বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। তাই অটোতেও সর্বোচ্চ চার জন যাত্রী তুলতে পারবেন চালকরা। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে বলেন, ‘কাল থেকে আসনের সমসংখ্যক যাত্রী নিতে পারবে অ্যাপ ক্যাব, ট্যাক্সি ও অটো।’গত কয়েক দিন দু’জন করে যাত্রী নিচ্ছিল অটো-ট্যাক্সি। ফলে আজ থেকে কিছুটা হলেও কমতে পারে যাত্রীদের দুর্ভোগ।

আজ থেকে ট্যাক্সি-ক্যাব, অটোর সব আসনে যাত্রী

মঙ্গলবার দুপুরে কসবা পরিবহণ ভবনে রাজ্য পরিবহণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের প্রতিনিধিরা। যাত্রীদের সুবিধার জন্য আরও বেশি করে অ্যাপ ক্যাব পথে নামানো নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বুধবার থেকে অ্যাপ ক্যাবের চারটি আসনেই যাত্রী পরিবহণ করার অনুমতি মিলেছে। তবে এখনই পুল সার্ভিস চালু হচ্ছে না। অনেক সময় একই পরিবারের সদস্যরা কোথাও যেতে চাইলে দুটো গাড়ি বুক করতে হচ্ছিল। এ বার সেই সমস্যা থেকে মুক্তি মিলবে।’ পাশাপাশি রাজ্য পরিবহণ দপ্তর থেকে বিমানবন্দরের দিকে আরও বেশি করে অ্যাপ ক্যাব পরিষেবা দেওয়ার অনুরোধ করা হয়েছে। তবে সে ক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্য বিধি। ট্যাক্সি-অটো সংগঠনগুলিরও দাবি, চার জন করে যাত্রী নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া গিয়েছে মোটর ভেহিকলস অফিস থেকে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে পরিবহণ দপ্তর থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen