মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সিএবির মহাসমারোহ, সোনার ব্যাটে সম্মানিত হবেন রিচা ঘোষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৫০: ভারতের মহিলা ক্রিকেটে ইতিহাস রচনা করেছেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। প্রথম বাঙালি মহিলা ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ জিতে যখন দেশে ফিরছেন তিনি, তখন গোটা উত্তরবঙ্গ যেন আনন্দে মাতোয়ারা। শুক্রবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই শুরু হবে নাগরিক সংবর্ধনার ধুম। শিলিগুড়ি পৌরসভার পক্ষ থেকে রিচার জন্য রাখা হয়েছে বিশেষ শোভাযাত্রা — জাতীয় পতাকায় মোড়া হুডখোলা জিপে করে মেয়র গৌতম দেব নিজে রিচাকে নিয়ে যাবেন তাঁর বাড়িতে। শহরের প্রধান পথজুড়ে সাজানো হয়েছে রেড কার্পেট, দেওয়া হবে গার্ড অফ অনার, আর বাঘাযতীন পার্কে হবে বিশাল সংবর্ধনা অনুষ্ঠান।
রাজ্য সরকারের পক্ষ থেকেও ইতিমধ্যেই রিচাকে অভিনন্দন জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তা, পাশাপাশি রাজ্য পুলিশের একটি পদে চাকরির প্রস্তাবও দেওয়া হয়েছে তাঁকে। যদিও রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, চাকরির ধরন এখনও ঠিক জানা যায়নি, তবে ছোট থেকেই পুলিশ বা সেনাবাহিনীতে কাজ করার আগ্রহ ছিল রিচার।
শনিবার কলকাতায় সিএবি (CAB) আয়োজন করছে আরও এক বিশেষ সংবর্ধনার। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হবে সোনার তৈরি একটি ব্যাট — এই ব্যাটে থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর স্বাক্ষর। ঝুলনের হাতেই সেই ব্যাট রিচাকে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে সিএবি। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের।