ইডেনের ধাঁচে রাজারহাটে স্টেডিয়াম বানাতে উদ্যোগী সিএবি

দেশের প্রায় বেশিরভাগ রাজ্য  ক্রিকেট সংস্থারই দুটো করে স্টেডিয়াম রয়েছে

June 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ইডেন গার্ডেন্স। ছবি সৌজন্যে: BCCI

ইডেনের ধাঁচে রাজারহাটে (Rajarhat) স্টেডিয়াম তৈরি করতে চলেছে সিএবি (CAB)। সূত্রের খবর, সিএবির যুক্তি হল, দেশের প্রায় বেশিরভাগ রাজ্য  ক্রিকেট সংস্থারই দুটো করে স্টেডিয়াম রয়েছে। সিএবিও অনেক দিন ধরেই  চাইছিল ইডেনের মতোই আরও একটা স্টেডিয়াম তৈরি করতে।

প্রসঙ্গত, এর আগে ডুমুরজলায় একটা জমি পেয়েছিল সিএবি। কিন্তু বেশ কিছু সমস্যার জন্য সেখানে স্টেডিয়াম তৈরির কাজ সম্ভব হয়নি।  এবার আর কোনওরকম সমস্যা থাকছে না। রাজারহাটের জমি চূড়ান্ত হয়ে গিয়েছে।

তিরিশ কোটি টাকা দিয়ে প্রায় চোদ্দো একর জমি কিনেছে সিএবি। সূত্রের খবর, তাতে জমি বরাদ্দ হয়ে গেলেও, কাগজপত্র এখনও হাতে আসেনি সিএবির। সেটা হাতে পাওয়ার পরও কাজ শুরু হয়ে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen