CAFA Nations Cup 2025: ফিফা র‌্যাঙ্কিংয়ে ১১২ ধাপ উপরে থাকা ইরানের কাছে ৩-০ গোলে হারল ভারত

খালিদ জামিলের স্পর্শে যে মেন ইন ব্লুজ বদলে গিয়েছে। শক্তিধর দেশের বিরুদ্ধে সোমবার যে লড়াই খালিদের ছাত্ররা করেছে তা যথেষ্টই তারিফ যোগ্য।

September 1, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৮: কাফা কাপের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে হারালেও ফিফা র‌্যাঙ্কিংয়ে ১১২ ধাপ উপরে থাকা ইরানের কাছে ৩-০ গোলে হারল ভারত। কিন্তু খালিদ জামিলের স্পর্শে যে মেন ইন ব্লুজ বদলে গিয়েছে। শক্তিধর দেশের বিরুদ্ধে সোমবার যে লড়াই খালিদের ছাত্ররা করেছে তা যথেষ্টই তারিফ যোগ্য।

সম্প্রতি ভারতীয় ফুটবল দল বাংলাদেশ, আফগানিস্তানের বিরুদ্ধেও জিততে ভুলে গিয়েছিল। বিদেশ থেকে কাড়ি কাড়ি টাকা দিয়ে বিদেশি কোচ আনা হলেও সাফল্য বলতে কিছুই ছিল না। কিন্তু সেই দলকেই কয়েকদিনের মধ্যে বদলে দিয়েছে খালিদের ম্যাজিক।

লড়াই মানে কিন্তু শুধু একপাক্ষিক রক্ষণ আগলানো নয়। হ্যাঁ, ম্যাচের অধিকাংশ সময় সেটা করতে হয়েছে ঠিকই, তবে আক্রমণও করেছে ভারত। খুব কঠিন পরীক্ষায় ইরানকে না ফেললেও প্রথমার্ধে অন্তত চাপ তৈরির একটা চেষ্টা ছিল। কাফা কাপের দ্বিতীয় ম্যাচে খালিদ সাজিয়েছিলেন কার্যত ৭-২-১ ফর্মেশনে। যেন ‘পার্ক দ্য বাস’ সিস্টেম, অর্থাৎ রক্ষণে ভিড় জমানো। ইরফান ইদওয়াদ শুধু আক্রমণে। মাঝমাঠে সুরেশ সিং, দানিশ ফারুকরা রক্ষণ সামলানোর জন্যই নেমেছিলেন। আশিক কুরুনিয়ান বা বিক্রম প্রতাপ সিংরা দুই উইংয়ে থাকলেও কার্যত সাইড ব্যাকের ভূমিকা পালন করেছেন। এটা ঠিক যে, ইরানের প্রথম একাদশে মেহেদি তারেমি বা জাহানবকশের মতো তারকা ফুটবলার ছিলেন না। তবু মাঝমাঠে ভিড় জমিয়ে ইরানকে কিছুতেই গুছিয়ে উঠতে দেননি খালিদ জামিল। প্রথমার্ধে ইরানকে গোল করতে দেননি সন্দেশ ঝিঙ্ঘান, আনোয়ার আলিরা। গোলপোস্টের তলায় ফের দায়িত্ববান ভূমিকায় অবতীর্ণ গুরপ্রীত সিং সান্ধু।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় ইরান। অবশেষে ৬০ মিনিটে মেলে গোলের দেখা। কানানি জাদেগানের তোলা দুর্দান্ত সেন্টার অনুমান করতে পারেনি ভারতীয় ডিফেন্ডাররা। রাহুল ভেকের পিঠে লেগে বল দিক পরিবর্তন করলে এক গজ দূর থেকে গোল করে যান আমির হোসেন।

গোলের দেখা পাওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইরান। ১৯ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় মধ্যপ্রাচ্যের দেশটি। গুরপ্রীতের সেভ করা বল জালে জড়িয়ে দেন তারেমি। সংযোজিত সময়ে (৯০+৬) মিনিটে আরও একটি গোল করে ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন তারেমি। ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে ইরান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen