কলকাতায় কাফু ম্যাজিক, বিশ্বকাপজয়ীয় জোড়া গোলে মুগ্ধ ময়দান
মহমেডান মাঠে কাফুকে দেখতে ভিড়ও জমেছিল

ব্রাজিলের তারকা তথা বিশ্বকাপজয়ী কাফুর পায়ের যাদু দেখলো শনিবারের কলকাতা। এদিন মহমেডান মাঠে কাফুকে দেখতে ভিড়ও জমেছিল। বেঙ্গল পিয়ারলেস কাফুর কলকাতা সফরের আয়োজক। এদিন ফোর্ট উইলিয়াম ঘোড়ার গাড়ি চড়ে কাফু মহমেডান মাঠে পৌঁছন। কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনও করেন তিনি। তারপর নিজেই খেলতে নেমে পড়লেন। বল নাচিয়ে স্কিল দেখালেন, আবার মাঠেই চলল তাঁর ম্যাজিক।
বেঙ্গল পিয়ারলেসের সঙ্গে কলকাতা পুলিশ দলের খেলা। আ্যালভিটো ডিকুনহা, লিয়েন্ডার পেজ এবং রহিম নবিরাও এদিন মাঠে নামলেন। কাফু জোড়া গোলও করেন। তাঁর দল ৪-০ গোলে জয়ী হল। এরপর কাফুর সফরের অন্যতম উদ্যোগক্তা শতদ্রু দত্ত, ব্রাজিলের তারকাকে নিয়ে সিএবিতে হাজির হন। সেখানেই অভিষেক ডালমিয়া, স্নেহাশিস গাঙ্গুলিসহ বঙ্গ ক্রিকেটের কর্তাদের সঙ্গে তিনি সময় কাটান। ৫২ বছর বয়সী কাফুর স্কিল দেখে সকলেই মুগ্ধ। দুবারের বিশ্বকাপ জয়ীকে সামনে থেকে দেখে কলকাতা রীতিমতো আপ্লুত।