ছক ভেঙে ১১৮ বছরের ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট পেল ক্যালকাটা ক্লাব

July 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৫৭: ছক ভাঙল ক্যালকাটা ক্লাব। ইতিহাসে প্রথমবারের জন্য মহিলা সভাপতি পেল শহরের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ১১৮ বছরের প্রাচীন ক্যালকাটা ক্লাব ব্রিটিশ আমলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব। এবার ক্লাবের প্রেসিডেন্ট হলেন কস্তুরী রাহা।

৭১৫ টি ভোট পেয়ে কস্তুরীদেবী জয়ী হয়েছেন। তাঁর নিকটতম দুই প্রতিদ্বন্ধী প্রদীপ কুমার মুখার্জী এবং স্নেহাশিস ভৌমিক যথাক্রমে ৬৩০ ও ৫৭৯ টি ভোট পেয়েছেন। উল্লেখ্য, কস্তুরী রাহা এর আগে ২০২১ সালেও সভাপতি পদে লড়েছিলেন কিন্তু সেবার তিনি হেরে যান। কস্তুরী রাহা পরিবারিক ব্যবসা সামলান। চিকিৎসা সরঞ্জাম এবং কৃত্রিম ফুল রপ্তানির ব্যবসা রয়েছে তাঁর।

বেঙ্গল ক্লাব, টলি ক্লাব, ক্যালকাটা রোয়িং ক্লাব, রয়াল ক্যালকাটা গল্ফ ক্লাব, রয়াল ক্যালকাটা টার্ফ ক্লাবের মতো সামাজিক প্রতিষ্ঠানগুলো কখনও কোনও মহিলার নেতৃত্বে পরিচালিত হয়নি। লিঙ্গবৈষম্য পেরিয়ে প্রথা ভাঙল ক্যালকাটা ক্লাব

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen