আদালতে ধাক্কা বিজেপি নেতা রাকেশ সিংহের

প্রসঙ্গত, কিছুদিন আগেই হাওড়া জেলার যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামীকে কোকেন সহ একটি গাড়ি থেকে গ্রেফতার করা হয়। আটক হওয়ার পরেই পামেলা এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে কৈলাশ বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং – এর নাম নেন।

February 23, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কোকেন কাণ্ডে ধাক্কা খেলেন হাওড়ার বিজেপি (BJP) নেতা রাকেশ সিংহ (Rakesh Singh)। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তারি এড়াতে তিনি মামলা করেছিলেন হাই কোর্টে (Calcutta High Court)। দেয় মামলা খারিজ করল উচ্চ আদালত।

কোকেন কাণ্ডে গ্রেফতার হাওড়ার যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামীর (Pamela Goswami) সাথে সংযোগ আছে সন্দেহে নেতাকে শমন পাঠায় পুলিশ। আর সেই কারণেই পুলিশের বিরুদ্ধে রাকেশ সিং মামলা করেন। হাইকোর্ট মামলাটি খারিজ করে বলে, পুলিশ নিজের কাজ করেছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই হাওড়া জেলার যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামীকে কোকেন সহ একটি গাড়ি থেকে গ্রেফতার করা হয়। আটক হওয়ার পরেই পামেলা এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে কৈলাশ বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং – এর নাম নেন। আর সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যেই রাকেশকে শমন পাঠায় কলকাতা পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen