পোস্টিংয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, অনিকেত-দেবশীষদের মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট
May 28, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: আরজি কর আন্দোলনে প্রথম সারিতে থাকা তিন জুনিয়র ডাক্তার দেবাশীষ হালদার, অনিকেত মাহাতো এবং আসফাকুল্লা নাইয়াকে সিনিয়র রেসিডেন্ট পদে দূরে পোস্টিং দেওয়া হয়। তাঁদের মালদহ, রায়গঞ্জ, পুরুলিয়ায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এতেই প্রতিহিংসার অভিযোগ তোলেন তাঁরা। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যভবনে অবস্থানে বসেন অনিকেতরা। তিন চিকিৎসকের পোস্টিং নিয়ে শুরু হয় বিতর্ক।
ডব্লিউবিডিএফের দাবি, ‘রাজনৈতিক প্রতিহিংসা’ থেকে এমনটা করা হয়েছে। পোস্টিংয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার অনিকেতরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু কলকাতা হাইকোর্ট তাঁদের আবেদন গ্রহণ করেনি।