জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টে উন্নীত করার সুপারিশ কলেজিয়াম, আলতামাস কবীরের পর কোন সুযোগ তাঁর সামনে?

কলকাতা হাইকোর্ট থেকে প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন আলতামাস কবীর।

March 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টে উন্নীত করার সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। ২০৩১ সালের মে মাসে বিচারপতি বাগচী দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হতে পারেন।

কলকাতা হাইকোর্ট থেকে প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন আলতামাস কবীর। ২০১৩ সালের ১৮ জুলাই ভারতের প্রধান বিচারপতি পদ থেকে আলতামাস কবীর অবসর গ্রহণ করেন। এরপর কলকাতা হাইকোর্ট থেকে আর কোনও বিচারপতি দেশের প্রধান বিচাপতি পদে উন্নীত হননি। বর্তমানে সুপ্রিম কোর্টের বেঞ্চে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি প্রতিনিধিত্ব করেন। প্রধান বিচারপতি-সহ হাইকোর্টের বিচারপতিদের সম্মিলিত সর্বভারতীয় ক্ষেত্রে অভিজ্ঞতার নিরিখে তালিকায় একাদশ স্থানে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী।

উল্লেখ্য, ২০১১ সালের ২৭ জুন জয়মাল্য বাগচী কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এরপর অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে তাঁর বদলি হয়েছিল। ২০২১ সালে ৮ নভেম্বর কলকাতা হাইকোর্টে ফিরে আসেন তিনি। এখন তিনি কলকাতা উচ্চ আদালতের বিচারপতি হিসাবে কর্মরত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen