কলকাতা পুলিশের চাকরির পরীক্ষায় বসতে পারবেন রূপান্তরিতরা, নির্দেশ হাইকোর্টের

রূপান্তরিতদের আবেদন করার বিষয়টি নিয়ে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের আদালতে একটি মামলা আসে।

October 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতা পুলিশের চাকরির জন্য আবেদন করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন লিঙ্গ রূপান্তরিতরা। বুধবার এই কথা জানিয়েছে কলকাতা হাই কোর্ট। এই নিয়ে একটি মামলার ভিত্তিতে গত ৬ সেপ্টেম্বর রাজ্য সরকারের প্রতিক্রিয়া জানতে চায় আদালত। সেই প্রশ্নের জবাব দেয় রাজ্য সরকার। সেখানে জানানো হয়, রাজ্যের তরফ থেকে এই বিষয়ে পদক্ষেপ করা হয়েছে। কলকাতা পুলিশের সাব-ইনস্পেক্টর পদে আবেদন করতে পারবেন রূপান্তরিতরা। বুধবার রাজ্যের দেওয়া জবাবের কথাও উল্লেখ করে আদালত।

রূপান্তরিতদের আবেদন করার বিষয়টি নিয়ে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের আদালতে একটি মামলা আসে। সেখানে আবেদনকারী চাকরির আবেদনের অনুমতি চেয়ে নির্দেশ দেওয়ার আবেদন করেন। সেই ভিত্তিতে রাজ্য সরকারকে প্রশ্ন করে আদালত ও রাজ্য দ্রুত ব্যবস্থা নিয়ে প্রতিক্রিয়া জানায়। বিচারপতি বুধবার রাজ্যের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও সাধুবাদ জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen