সিবিআইয়ের কাছে নেতাই গণহত্যার তদন্তের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট
সিপিএমের দুষ্কৃতীরা ওই ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠে।
December 7, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

সিবিআইয়ের কাছে নেতাই গণহত্যার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। ২০১১ সালে ঝাড়গ্রামের নেতাই গ্রামে গুলিচালনায় ন’জনের মৃত্যু হয়েছিল। সিপিএমের দুষ্কৃতীরা ওই ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠে। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন ওই ঘটনার সিবিআই তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি তুলেছিল।
অন্যদিকে, বিচারাধীন ওই মামলায় চার্জশিট জমা হলেও অভিযুক্তদের এখনও সাজা হয়নি। এই পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এদিন সিবিআইকে তদন্তের অগ্রগতি ও মূল মামলার বিচার সম্পর্কে তথ্য তলব করেছে।