এবার থেকে বিনামুল্যে মিউটেশনের সার্টিফিকেট দেবে কলকাতা পুরসভা

এবার থেকে মিউটেশনের সার্টিফিকেট তুলতে গেলে যে টাকা লাগত তা আর দিতে হবে না।

August 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার থেকে মিউটেশনের সার্টিফিকেট তুলতে গেলে যে টাকা লাগত তা আর দিতে হবে না। অর্থ্যাৎ ২০০টাকা লাগত এতদিন। সেই টাকায় ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শনিবার পুরসভার বাজেটপর্বে এই ঘোষণা করেছেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তবে মিউটেশনের প্রথম কপির জন্য টাকা না লাগলেও দ্বিতীয় কপি তোলার ক্ষেত্রে টাকা দিতে হবে যথারীতি। এমনটাই পুরসভা সূত্রে জানা গিয়েছে।

পুরসভা সূত্রে খবর, কলকাতার মধ্যে কেউ যদি জমি বা বাড়ি মিউটেশন করতে চান তবে তিনি ২০০ টাকা ছাড় পাবেন। তাঁকে মিউটেশন সার্টিফিকেটের জন্য যে টাকা দিতে হত সেটি দিতে হবে না। তবে শুধু মিউটেশনের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাই নয় এবার ২০২১-২২ সালের কলকাতা পুরসভার পূর্ণাঙ্গ বাজেটে নাগরিকদের জন্য নানা আশার কথাও শোনানো হয়েছে।  

পুরসভা সূত্রে খবর, ফ্ল্য়াটের সমস্ত মালিক একত্রে আবেদন করলে পুরনিগম প্রমোটার ছাড়াই ভবনের কমপ্লিশন সার্টিফিকেট দেবে। অনলাইনে বাড়ির মিউটেশন ও রেজিস্ট্রেশনও শুরু করেছে কলকাতা পুরসভা। পাশাপাশি শহরের নিকাশি ব্যবস্থাকে আরও উন্নত করার ব্যাপারেও এদিন বাজেট সভায় আলোচনা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় বরাদ্দও করা হয়েছে। এমনটাই খবর পুরসভা সূত্রে। পাশাপাশি পুরসভার আওতায় থাকা স্বাস্থ্যকেন্দ্রগুলিকে আরও উন্নত করার ব্যাপারে আলোচনা হয়েছে। পাশাপাশি যাদবপুর ও টালিগঞ্জের জন্য নানা সুখবর শুনিয়েছেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম।   এবারের পুর বাজেটে পানীয় জলের বুস্টার পাম্পিং স্টেশনের জন্য অতিরিক্ত  ২১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।অন্যদিকে ২০২১আর্থিক বর্ষে আনুমানিক আয় দেখানো হয়েছে ৪০৫০ কোটি টাকা। অন্যদিকে মোট ব্যয় ধরা হয়েছে ৪২২১ কোটি টাকা। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen