SIR-র বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক! বুধে কলকাতায় সমাবেশ দেড়শো সংগঠনের

November 4, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: SIR-র বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিয়েছে বৃহত্তম মঞ্চ। একশোর বেশি সংগঠন নিয়ে গঠিত হয়েছে বৃহত্তম মঞ্চ। মঞ্চের অভিযোগ, SIR-র আড়ালে NRC করার চেষ্টা চলছে। মঞ্চের দাবি, SIR বাতিল করতে হবে। পাশাপাশি SIR-আতঙ্কে আত্মঘাতীদের দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে। দুই দাবিতে আগামী ৫ নভেম্বর অর্থাৎ বুধবার কলকাতায় সমাবেশ করবে এই সংগঠন। কলকাতা কর্পোরেশনের পাশে হবে সমাবেশ। সেখানেই SIR বিরোধী আন্দোলনের সূচনা হবে, সোমবার এমনই জানানো হয় সাংবাদিক সম্মেলনে।

SIR বিরোধী একাধিক কর্মসূচি ঘোষণা করেন ছোটন দাস ও শক্তিমান ঘোষ। আগামী ৫ নভেম্বর সমাবেশের পর ১০ ডিসেম্বর কলকাতায় মহামিছিলও করবে সংগঠনটি। জেলায় জেলায় কনভেনশন হবে। একেবারে শেষে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন‌্য ধরনা-অবস্থানে বসবে SIR বিরোধী গণ আন্দোলনের প্রায় দেড়শো সংগঠন।

কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সোমবারের সাংবাদিক সম্মেলনে ছিলেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, ছোটন দাস, প্রসূন ভৌমিক, শক্তিমান ঘোষ, ড. মসহুর রহমান, সুবল সরকার প্রমুখ। তাঁরা একযোগে বিজেপি, আরএসএস-কে নিশানা করেন। সংগঠনের বক্তব্য, কে নাগরিক, কে নাগরিক নয়, এটা নির্বাচন কমিশন নির্ধারণ করে না। এটা স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ। নির্বাচন কমিশনের এক্তিয়ার নেই কে নাগরিক আর কে নাগরিক নয়, তা ঠিক করার। নাগরিকত্বের প্রশ্ন তুলে নাম বাদ দেওয়ার এক্তিয়ার কমিশনের নেই। সংগঠনের দাবি, ইনটেনসিভ রিভিশন হতে পারে, কিন্তু এসআইআর কোনও আইনে নেই।

বৃহত্তম মঞ্চের অভিযোগ, রাজনৈতিক দলের দলদাস হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন। ঘুরপথে এনআরসি চালানো হচ্ছে। আরও অভিযোগ, SIR বেআইনি, সংবিধান বিরোধী। নির্বাচন কমিশন আদিবাসী ও দলিত বিরোধী। বিজেপিই আদিবাসী বিরোধী, তাই কমিশন আদিবাসীদের নাম বাদ দেবে। আরএসএস ও বিজেপির নির্দেশে কাজ করছে কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen