Canada: ভারতীয় শিক্ষার্থীদের জন্য কানাডার দরজা সংকুচিত, স্টাডি পারমিটের সংখ্যায় ধস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৪: কানাডার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে (higher education institutions) ভর্তি হতে ইচ্ছুক ভারতীয় শিক্ষার্থীদের জন্য চলতি বছরটি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (IRCC) প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় কোয়ার্টারে (quarter) ভারতীয়দের জন্য জারি করা স্টাডি পারমিটের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দুই-তৃতীয়াংশেরও বেশি কমে গিয়েছে।
পরিসংখ্যানে দেখা গিয়েছে, ২০২৫ সালের দ্বিতীয় কোয়ার্টারে মাত্র ১৭,৮৮৫টি স্টাডি পারমিট ভারতীয়দের দেওয়া হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৫৫,৬৬০টি। এর অর্থ হলো, এক বছরের ব্যবধানে এই সংখ্যা ৬৬% হ্রাস পেয়েছে।
এই সময়কালে মোট যত স্টাডি পারমিট ইস্যু করা হয়েছে, তার মধ্যে ভারতীয়দের অংশ মাত্র ৩২%। অথচ ২০২৪ সালে এই অংশ ছিল ৪৫%-এর কাছাকাছি।
এই ধস বছরের প্রথম ছ’মাসের সামগ্রিক চিত্রেও স্পষ্ট। জানুয়ারি থেকে জুন ২০২৫ পর্যন্ত মাত্র ৪৭,৬৯৫ জন ভারতীয় পড়ুয়ার জন্য পারমিট জারি হয়েছে, যা গত বছরের প্রথম ছ’মাসের ৯৯,৯৫০টি পারমিটের তুলনায় অনেকটাই কম।
শুধু ভারতীয়রাই নয়, সামগ্রিকভাবেই কানাডার স্টাডি পারমিট ইস্যুর সংখ্যা প্রায় এক লক্ষ কমেছে। ২০২৪ সালের প্রথম ছ’মাসে মোট ২৪৫,০৫৫টি পারমিট দেওয়া হলেও ২০২৫ সালে তা নেমে এসেছে ১,৪৯,৮৬০-এ।
২০২৫ সালের এই তীব্র পতন ২০২৪ সালে শুরু হওয়া একটি ট্রেন্ডেরই ধারাবাহিকতা, যখন থেকেই কানাডা বিদেশি ছাত্রদের জন্য স্টাডি পারমিট জারি করা সীমিত করতে শুরু করে। ২০২৩ সালে কানাডা মোট ৬,৮১,০০৫টি স্টাডি পারমিট ইস্যু করেছিল, যার মধ্যে ২,৭৮,০১০টি ছিল ভারতীয় শিক্ষার্থীদের জন্য। ২০২৪ সালে এই মোট সংখ্যা নেমে আসে ৫,১৫,৫২০-এ এবং ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা কমে দাঁড়ায় ১,৮৮,২৮০-এ।