ভিড় লাইন এড়ানোর অ্যাপ আনলেন কানাডাবাসী বাঙালি

দীপাঞ্জন জানান, পুজো প্যান্ডেলে ভিড় এড়াতেও এই অ্যাপটি প্রয়োগ করা যায় কি না, তা নিয়ে কথাবার্তা চলছে।

September 7, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা রুখতে সারা বিশ্ব এখন যে ক’টি পন্থাকে পাখির চোখ করে এগচ্ছে, তার অন্যতম হল সামাজিক দূরত্ব বজায় রাখা, ভিড় এড়ানো। ফলে লাইন ছাড়া যেন জীবনই চলছে না! ডাক্তারের ক্লিনিক, মুদির দোকান বা হোটেল-রেস্তরাঁ, বাস থেকে অটোস্ট্যান্ড— লাইন সর্বত্র। এই লাইনে দাঁড়ানোর সমস্যা থেকে মুক্তি দিতে কানাডাবাসী এক বাঙালি শিল্পোদ্যোগীর হাত ধরে নয়া অ্যাপ এল বাজারে। ‘কিউ ওয়েটস’ নামে এই অ্যাপটি সম্পর্কে জানাতে বুধবার কানাডার মিসিসাউগা থেকেই অনলাইনে সাংবাদিক সম্মেলন করেন দীপাঞ্জন বিশ্বাস নামে ওই শিল্পোদ্যোগী। তাঁর দাবি, সশরীরে উপস্থিত না থাকলেও এই অ্যাপই কোনও ব্যক্তিকে লাইনে দাঁড়ানোর সুযোগ করে দেবে। অ্যাপস গ্রাহককে তাঁর সময় আসার আগেই জানিয়ে দেবে। যাতে তিনি সময়ে পৌঁছতেও পারেন, আবার সশরীরে লাইনে দাঁড়াতেও না হয়। দীপাঞ্জন জানান, পুজো প্যান্ডেলে ভিড় এড়াতেও এই অ্যাপটি প্রয়োগ করা যায় কি না, তা নিয়ে কথাবার্তা চলছে।

এটি প্রধানত দু’টি অ্যাপ। একটি ব্যবসায়ীদের জন্য। অন্যটি গ্রাহকদের। উপভোক্তাদের জন্য একাধিক জায়গায় চেক-ইন করতে সাহায্য করবে অ্যাপটি। গ্রাহকের বর্তমান অবস্থানের ভিত্তিতে কাছাকাছি জায়গাগুলিতে ভিড় কেমন রয়েছে, তা দেখিয়ে দেবে সে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ডাক্তারের চেম্বার, দোকানপাট, ওষুধের দোকান, রেস্তরাঁ, জিম, সিনেমা হল— সবই। যে কোনও জায়গায় যাওয়ার আগেই অ্যাপটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর মাধ্যমে আনুমানিক লাইনে দাঁড়ানোর সময় জানিয়ে দেবে। ফলে সময় নষ্ট হবে না। বুধবার এমনই দাবি করেছেন অ্যাপ-এর সৃষ্টিকর্তা বঙ্গতনয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen