“ক্যান্সার জিতে গেল, বন্ধুরা!”, ২১ বছরের তরুণের বিদায়বার্তায় চোখে জল নেটিজেনদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৯: “ক্যান্সার জিতে গেল, বন্ধুরা। দেখা হবে…” এই হৃদয়বিদারক পোস্টটি ভাইরাল হয়েছে Reddit-এ। পোস্টটি করেছেন এক ২১ বছর বয়সী এক যুবক, যিনি স্টেজ ৪ কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত। ২০২৩ সালে তাঁর রোগ ধরা পড়ে, আর এক বছর পর চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন- তাঁদের আর কিছু করার নেই।
পোস্টে যুবকটি লিখেছেন, “সম্ভবত এই বছরের শেষ পর্যন্ত আমি থাকব না।” দীপাবলির আগে নিজের শেষ উৎসবের অনুভূতি ভাগ করে নিয়ে বলেন, “জানি এটাই শেষবার। আলো, হাসি, শব্দ – সব মিস করব।” তাঁর কথায়, চারপাশের জীবন চলতে থাকলেও তাঁর জীবন “চুপচাপ থেমে যাচ্ছে।”

তিনি আরও লেখেন, “আমার স্বপ্ন ছিল, জানেন? আরও ঘুরতে চেয়েছিলাম, নিজের কিছু শুরু করতে চেয়েছিলাম, একটা কুকুর দত্তক নিতে চেয়েছিলাম… তারপর মনে পড়ে, সময় ফুরিয়ে আসছে।” বিদায়বার্তায় তিনি বলেন, “সবটা বলে যেতে চাই, যেন একটা ছোট ছাপ রেখে যেতে পারি, তার আগে চুপচাপ মিলিয়ে যাব। দেখা হবে!!”
এই পোস্টে হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ প্রার্থনা করেছেন যেন অলৌকিক কিছু ঘটে এবং ওই তরুণের জীবন রক্ষা পায়। কেউ আবার ঈশ্বরের কাছে আবেদন জানিয়েছেন তাঁকে বাঁচিয়ে রাখার জন্য। অনেকেই তাঁকে উৎসাহ দিয়েছেন জীবনের ছোট ছোট মুহূর্তে শান্তি খুঁজে নিতে- যেমন সন্ধ্যায় হাঁটতে যাওয়া, প্রিয় গান শোনা, পরিবারের সঙ্গে সময় কাটানো। তাঁদের আশা, এই সময়েও সে যেন জীবনের সৌন্দর্য অনুভব করতে পারে।
পোস্টটি অনেক নেটিজেনদের মনে গভীর প্রভাব ফেলেছে। কেউ কেউ লিখেছেন, এটি তাঁদের মনে করিয়ে দিয়েছে জীবনের ক্ষণস্থায়ীত্ব ও প্রতিটি মুহূর্তের মূল্য। তাঁদের মতে, আমরা প্রায়ই জীবনের আনন্দকে হালকাভাবে নিই, অথচ বড় করে দেখলে বুঝি- প্রতিদিনের ঝগড়া, দৌড়ঝাঁপের আসলে তেমন কোনও মানে নেই।