S Jaishankar: “সন্ত্রাসবাদের মূলে একটি দেশ”, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে চাঁচাছোলা আক্রমণ জয়শঙ্করের
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.২০: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Dr. S Jaishankar) রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের (UNGA) বৈঠকে পাকিস্তানকে কার্যত তুলধনা করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত বড় সন্ত্রাসী হামলার সূত্র ধরা পড়ে একটি নির্দিষ্ট দেশে, যা প্রতিবেশী হিসেবে ভারতের জন্য দীর্ঘদিনের চ্যালেঞ্জ। শনিবার এই বক্তব্যে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও গভীর আন্তর্জাতিক সহযোগিতার ডাক দেন।
জয়শঙ্কর বলেন, “ভারত স্বাধীনতার পর থেকেই এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, আমাদের প্রতিবেশী দেশ সন্ত্রাসের কেন্দ্রবিন্দু। দশকের পর দশক ধরে, বড় আন্তর্জাতিক সন্ত্রাসী হামলাগুলোর খোঁজ শেষে আমরা সেই একই দেশে পৌঁছই। রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসী তালিকায় সেই দেশের নাগরিকদের নামই প্রাধান্য পায়।”
সাম্প্রতিক সময়ের একটি উদাহরণ হিসেবে তিনি এপ্রিল মাসে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যার ঘটনার কথা তুলে ধরেন। তিনি এ ঘটনাকে “সীমান্তপারের বর্বরতা” আখ্যা দেন। জয়শঙ্কর জোর দিয়ে বলেন, ভারত তার নাগরিকদের রক্ষা করতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। নাগরিকদের স্বার্থ রক্ষা করতে, দেশে হোক বা বিদেশে, সম্পূর্ণ দৃঢ়তার সঙ্গে কাজ করবে ভারত।
তিনি আরও যোগ করেন, সন্ত্রাসবাদ হলো কুসংস্কার, সহিংসতা, অসহিষ্ণুতা ও ভয়ের এক বিষমিশ্রণ। এর মোকাবিলায় দৃঢ় সংকল্পের পাশাপাশি নিজেদের অধিকারের কথাও স্পষ্ট করতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ভারতের অন্যতম অগ্রাধিকার। তাঁর বক্তব্যের মূল সুর ছিল, সন্ত্রাসবাদ একটি বিশ্বব্যাপী থ্রেট, এবং এটির মোকাবিলায় গোটা বিশ্বকেই একসঙ্গে কাজ করতে হবে।