দীর্ঘ লড়াইয়ে জয়, চাকরি পেতে চলেছেন ক্যান্সার আক্রান্ত সোমা

আজকের এই নিয়োগ প্রক্রিয়া চালু হওয়ার পর উচ্ছসিত সোমা।

May 24, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্য: টুইটার

দীর্ঘ লড়াইয়ের অবসান। কলকাতা হাইকোর্টের নির্দেশ মত ক্যানসার আক্রান্ত সোমা দাসের নিয়োগ প্রক্রিয়া শুরু করল স্কুলশিক্ষা দপ্তর। এসএসসি মামলার অন্যতম বঞ্চিত চাকরিপ্রার্থী সোমা। গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তাঁকে নিয়োগ করার আদেশ দিয়েছিল। সেই মত ২৩ মে সোমবার রাজ্যের শিক্ষাসচিব নিয়োগ প্রক্রিয়া শুরু করেন।

শিক্ষা সচিব এসএসসিক নির্দেশ দেন, আগামী এক সপ্তাহের মধ্যে সোমাকে সহকারী শিক্ষিকা পদে চাকরি দিতে হবে। নবম-দশম শ্রেণির বাংলার শিক্ষিকা পদে চাকরি করবেন সোমা।

আজকের এই নিয়োগ প্রক্রিয়া চালু হওয়ার পর উচ্ছসিত সোমা। সংবাদমাধ্যমকে তিনি জানান, এই চাকরি আমার অধিকার। আমি চাকরি করব। তবে আমাদের আন্দোলন থেমে যাবে না। আন্দোলন চালিয়ে যাব। যতদিন না বঞ্চিত প্রত্যেক চাকরিপ্রার্থী নিজেদের প্রাপ্য চাকরি পাবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen