ক্যান্সারকে বাগে আনবে ওষুধ? নেচার পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে আশার আলো

নেচার পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, যেকোনও ধরনের মারণ ক্যান্সারকে রুখতে নতুন ওষুধ বেশ কার্যকরী।

April 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্যান্সার সকলের কাছে আতঙ্কের কারণ। এমন মারণ রোগকে বাগে আনার জন্য দীর্ঘদিন ধরে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এবার সম্ভবত অপেক্ষার অবসান হতে চলেছে। ব়্যাড ৫২ নামে নতুন একটি ওষুধ তৈরি করা হচ্ছে, যা ক্যান্সারকে বিনষ্ট করতে পারবে। নেচার পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, যেকোনও ধরনের মারণ ক্যান্সারকে রুখতে নতুন ওষুধ বেশ কার্যকরী।

নতুন ওষুধটি সরাসরি ক্যান্সারের কোষকে জব্দ করে। রেডিয়েশন, কেমোথেরাপি ছাড়াই এই ওষুধ নিজের কাজ করতে পারবে। ক্যান্সার দেহের ডিএনএ-কে ক্ষতিগ্রস্ত করে। তা রুখে দেবে এই ওষুধ। এখনও পর্যন্ত ওষুধটি পরীক্ষার পর্যায়ে রয়েছে। পরীক্ষা সফল হলে বহু ক্যান্সার রোগী দ্রুত আরোগ্য লাভ করবেন। যাদের আর্থিক পরিস্থিতি ভাল নয়, তারাও সুরাহা পাবেন। এতদিন পর্যন্ত ক্যান্সারের চিকিৎসা করতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হত। এই ওষুধের জেরে ক্যান্সারের চিকিৎসার খরচ কমবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen