দিলীপ ঘোষকে পাত্তা না দিয়ে তালডাংরা ও বিষ্ণুপুরের পর এবার প্রার্থী ঘোষণা উত্তরবঙ্গে

বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা অবশ্য জানিয়েছেন, “অত্যুৎসাহী কেউ এই কাণ্ড করে ফেলেছে দলে একে সমর্থন করে না।”

February 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের দাদার কীর্তি। আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Election 2021) বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্ব শুভেন্দু অধিকারীর অনুগামীরা মানতে রাজী নয়, তা আগেই একাধিক দলীয় অনুষ্ঠানে টের পেয়েছেন দিলীপ ঘোষ।

এবার বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পছন্দের ১০০ প্রার্থীকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে তারা।গত সপ্তাহেই বাঁকুড়া তালডাংরা এবং বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত জয়ন্ত মিত্র এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিজেদের ইচ্ছেমতো বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বলে ঘোষণা করে ফ্লেক্স এবং ব্যানার ছাপিয়ে প্রচার শুরু করেছে দাদার অনুগামীরা।বাঁকুড়ার পর এবার শুভেন্দু অনুগামীদের নজরে উত্তরবঙ্গ।

এবার উত্তরের আলিপুরদুয়ারের কুমারগ্রাম।শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া দশরথ তিরকে বিজেপি রাজ্য নেতৃত্বের তোয়াক্কা না করেই একতরফা প্রার্থী ঘোষণা।

নিজেই নিজেকে প্রার্থী ঘোষণা করে কুমারগ্রাম বিধানসভা এলাকায় ফেস্টুন ব্যানার লাগিয়ে দিলেন বিধায়ক দশরথ তিরকে। শুধু নিজেকে প্রার্থী ঘোষণাই নয় তাঁকে কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী করার জন্য দিলীপ ঘোষ (Dilip Ghosh), কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন দশরথ। ব্যবহার করা হয়েছে তাঁদের ছবিও।

গোটা ঘটনায় তীব্র অস্বস্তিতে জেলা বিজেপি (BJP) নেতৃত্ব। দলের শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে কিভাবে দশরথ নিজেকে নিজেই প্রার্থী ঘোষণা করে দিলেন এবং কুমারগ্রাম জুড়ে পোস্টার ক্যাম্পেইন শুরু করলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন দলীয় নেতৃত্বের একাংশ। তাদের অভিযোগ, পরোক্ষে দলের ওপর চাপ সৃষ্টি করতেই এই কৌশল নিয়েছেন দশরথ।

বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা অবশ্য জানিয়েছেন, “অত্যুৎসাহী কেউ এই কাণ্ড করে ফেলেছে দলে একে সমর্থন করে না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen