পুরোনো তালিকায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা শীঘ্রই পাবেন চাকরি, আদালতে জানাল কমিশন

শুক্রবার কলকাতা হাইকোর্টে একথা জানাল এসএসসি। রাজ্য মন্ত্রিসভা স্কুলে নতুন পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে নবম-দশম এবং একাদশ-দ্বাদশে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

May 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

২০১৬ সালের প্যানেলের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরির ব্যবস্থা করছে স্কুল সার্ভিস কমিশন। পুরনো মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও যাঁরা চাকরি পাননি, তাঁরা শীঘ্রই চাকরি পাবেন। শুক্রবার কলকাতা হাইকোর্টে একথা জানাল এসএসসি। রাজ্য মন্ত্রিসভা স্কুলে নতুন পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে নবম-দশম এবং একাদশ-দ্বাদশে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

রাজ্যের স্কুলগুলিতে নতুন করে ৬,৮৬১টি পদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে ১,৯৩২টি পদ নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক, ২৪৭টি পদ একাদশ, দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক, একাদশে দুটি পদ গ্রুপ সির জন্য, ১৯৮০টি পদ গ্রুপ ডির জন্য এবং ১,৬০০ পদ তৈরি হয়েছে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা প্রার্থীদের জন্য।

২০১৬ সালের এসএসসি প্যানেলে যাঁরা ওয়েটিং লিস্টে আছেন, তাঁদের জন্যই মূলত এই নতুন পদ সৃষ্টি করা হল বলে জানানো হয়েছে। এই সমস্ত নিয়োগ করা হবে আদালতের নির্দেশ মেনে। উল্লেখ্য, গত ৫ মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত পদ তৈরির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen