ভার্চুয়াল নয়, অন্য চলচ্চিত্র উত্‍সবে দেখানো হবে কানের বাছাই ছবি

May 27, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কান চলচ্চিত্র উত্‍সবের আয়োজকদের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, ‘ভাবা হয়েছিল, ৭৩তম কান চলচ্চিত্র উত্‌সব জুনের শেষে বা জুলাইয়ে শুরুতে আয়োজন করা যাবে।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার আর কোনও অবকাশ থাকছে না।’তবে একই সঙ্গে এমনও ইঙ্গিত দেওয়া হল বছরের শেষের দিকে যে সব আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের সঙ্গে যৌথ ভাবে চলচ্চিত্র প্রদর্শন করতে পারেন আয়োজকরা।

সম্প্রতি উত্‍সবের এক মুখপাত্র একটি সাক্ষাত্‍কারে জানিয়েছেন প্রাথমিক অফিশিয়াল মনোনয়ন পর্ব জুনের শুরুতেই সেরে ফেলবেন তাঁরা। তবে ভার্চুয়াল ফেস্টিভালের বদলে কানের বাইরে ফল সেশনের কোনও চলচ্চিত্র উত্‍সবের সঙ্গে গাঁটছড়া বাঁধা হবে।

ছবি সৌজন্যে: জোয়েল সি রায়ান

সব দিক ঠিক থাকলে বছরের শেষের দিকে টোরোন্টো, দিওভিল, আংগৌলেম, সান সেবাস্তিয়ান, নিউ ইয়র্ক, বুসান এবং লুমের উত্‍সবে দেখানো হবে কান চলচ্চিত্র উত্সবের বাছাই করা কিছু ছবি।

এরই মধ্যে বছরের শেষের দিকে আগামী বছরের উত্‍সবের জন্যে ছবি বাছাই পর্ব শুরু করা হবে। এমন বেশ কিছু ছবি রয়েছে যাদের মুক্তি ২০২০ থেকে পিছিয়ে ২০২১ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen