নয়া অবতারে Captain Cool! এবার কি অভিনয় জগতে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৩০: নতুন অবতারের অবতীর্ণ হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এবার কি অভিনয় জগতে আসতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক? তুঙ্গে জল্পনা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতা মাধবন (R Madhavan) একটি টিজার পোস্ট করেছেন। সেখানেই ধোনিকে দেখা যাচ্ছে একেবারে অন্য লুকে। ভিডিওতে দেখা গিয়েছে ধোনির পরনে কালো পোশাক, চোখে কালো চশমা। হাতে বন্দুক নিয়ে রয়েছেন মাহি।
রীতিমতো অ্যাকশন মোডে ধোনি, কখনও গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েছেন আবার কখনও ভিলেনকে আক্রমণ করেছেন। বন্দুক থেকে ঠাঁইঠাঁই গুলি বর্ষণ। মাধবন পোস্টের ক্যাপশেনে লিখেছেন, সিনেমার নাম ‘দ্য চেজ’। পরিচালক ভাসান বালা। জল্পনা বাড়িয়েছে মাধবনের পোস্টের এহেন ক্যাপশন। সঙ্গে আরও লেখা হয়েছে, ‘ওয়ান মিশন, টু ফাইটারস’। কীরকম ফাইটার চাই, সেটাও বলে দেওয়া হয়েছে। একজন যে হৃদয় দিয়ে ভাবে, সেই চরিত্রে আছেন মাধবন। আর একজন মস্তিষ্ক দিয়ে ভাবে। তার জন্য ধোনির চেয়ে ভাল আর কে হতে পারেন?
উল্লেখ্য, ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি। যদিও আইপিএল খেলে যাচ্ছেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই তাঁকে ‘মেন্টর’ করে নিয়ে আসা হয়েছিল। সে ভূমিকায় সাফল্য পাননি বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার কি সিনেমায় অভিষেক হচ্ছে ধোনির? সত্যি নাকি পুরোটাই কোনও প্রচার কৌশল, তা এখনও নিশ্চিত নয়।