নয়া কোচ পাচ্ছে ব্রাজিল, তিতের আসনে কার্লো আনসেলোত্তি
তিনি এখন রিয়াল মাদ্রিদের দায়িত্বে।
July 5, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্রাজিলের জাতীয় দলের কোচ হলেন ৬৪ বছরের কার্লো আনসেলোত্তি। তিনি এখন রিয়াল মাদ্রিদের দায়িত্বে। ২০২৪ সালের জুনের পর নেইমারদের শিবিরে যোগ দেবেন তিনি। ব্রাজিলের কোচ হিসাবে তাঁর প্রথম টুর্নামেন্ট হবে আগামী কোপা আমেরিকা।
আপাতত ফ্লুমিনিজডের হেড কোচ দিনিজ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকবেন। আনসেলোত্তি খেলোয়াড় জীবনে জোড়া বিশ্বকাপে খেলেছেন। বিশ্বকাপের মঞ্চে প্রথম কোচিং করাতে নামতে চলেছেন ২০২৬ সালে। আনসেলোত্তির ছেলে ডেভিড আনসেলোত্তি বাবার সঙ্গেই সহকারী কোচ হিসেবে কাজ করবেন, বলেও জানা গিয়েছে।