অসমে ছাত্রীকে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, দায়ের মামলা

নিগৃহীত ছাত্রীর অভিভাবক জানিয়েছেন, বাড়িতে জানাতে প্রথমে ইতস্তত বোধ করছিল তাঁদের মেয়ে।

August 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিস্ফোরক অভিযোগ অসমে, ক্লাসরুমে ছাত্রীকে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করার অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলার পাথরকান্দি বিধানসভা এলাকার সোনাখিরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সরকারি বিদ্যালয়। অভিভাবক ও স্থানীয়দের ক্ষোভ আছড়ে পড়ে স্কুলে। জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানিয়েছেন, গত ১২ আগস্টের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিগৃহীত ছাত্রীর অভিভাবক জানিয়েছেন, বাড়িতে জানাতে প্রথমে ইতস্তত বোধ করছিল তাঁদের মেয়ে। পরে মাকে সবকিছু জানায়। প্রধান শিক্ষকের কুকীর্তির কথা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয়রা, অভিযুক্ত শিক্ষকের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন তারা। কোনওক্রমে পালিয়ে যান অভিযুক্ত। বিক্ষোভকারীরা স্কুলে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সরকারি সম্পত্তি ক্ষতিসাধনের জন্য স্থানীয়দের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। অভিভাবকদের সাফ প্রশ্ন, এমন শিক্ষকের কাছে কী শিখবে পড়ুয়ারা?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen