তপশিলি জাতি, উপজাতিকে অপমান, আইআইটির অধ্যাপিকার বিরুদ্ধে মামলা
অভিযোগ, ক্লাস চলাকালীন কলা ও সমাজ বিজ্ঞানের ওই অধ্যাপিকা শিক্ষার্থীদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেন। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। আইআইটি কর্তৃপক্ষ ওই অধ্যাপিকার বিরুদ্ধে তদন্ত শুরু করে। গত ১০মে তাঁকে সাসপেন্ড করা হয়।

স্বরাষ্ট্রদপ্তরের নির্দেশে খড়্গপুর আইআইটির এক অধ্যাপিকার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল খড়্গপুর টাউন থানা। ওই অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ, তিনি তফসিলি জাতি ও উপজাতির শিক্ষার্থীদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেছেন। সেব্যাপারে জাতীয় এসটি কমিশনের কাছে অভিযোগ যায়। তারপরই তারা বিষয়টি রাজ্য সরকারের গোচরে আনে। এরপর মামালা করা হয়। খড়্গপুরের অতিরিক্ত পুলিস সুপার রানা মুখোপাধ্যায় বলেন, স্বরাষ্ট্রদপ্তরের নির্দেশে তফসিলি জাতি ও উপজাতি নিপীড়ন বিরোধী আইনে পুলিস মামলা করেছে। এপ্রিল মাসের শেষের দিকে এই ঘটনা ঘটে। অনলাইনে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের প্রশিক্ষণের ক্লাস চলছিল। অভিযোগ, ক্লাস চলাকালীন কলা ও সমাজ বিজ্ঞানের ওই অধ্যাপিকা শিক্ষার্থীদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেন। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। আইআইটি কর্তৃপক্ষ ওই অধ্যাপিকার বিরুদ্ধে তদন্ত শুরু করে। গত ১০মে তাঁকে সাসপেন্ড করা হয়।