দিলীপ সহ ১ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, অস্বস্তি গেরুয়া শিবিরে

দিলীপ ঘোষ ছাড়াও মামলা রুজু করা হয়েছে বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু, বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, মালদার হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, উত্তর দিনাজপুরের জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর বিরুদ্ধেও

August 11, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

অস্বস্তি বাড়ল বিজেপি শিবিরের জন্য। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ ১ হাজার জন নেতা-কর্মীর বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনে রুজু হল মামলা। 

রায়গঞ্জ পুলিস জেলায় এই মামলা রুজু হয়েছে। দিলীপ ঘোষ ছাড়াও মামলা রুজু করা হয়েছে বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু, বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, মালদার হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, উত্তর দিনাজপুরের জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর বিরুদ্ধেও। মোট ১ হাজার জন বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ, আনলক পর্বে বেআইনিভাবে জমায়েত করেছিলেন তাঁরা। সেই অভিযোগেই তাঁদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনে মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছে রায়গঞ্জ পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার অনুপম সিং।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen