আজ ভারত-পাক DGMO বৈঠক, কোন শর্তে, কেন যুদ্ধবিরতি? উত্তরের অপেক্ষায় দেশ সংঘাত আপাতত থেমেছে কিন্তু যুদ্ধবিরতি কেন? হঠাৎ করে আমেরিকা কেন ভারত ও পাকিস্তানের সংঘাতের অবসানের ঘোষণা করল? দেশবাসীর মনে ঘুরপাক খাচ্ছে এই একটি প্রশ্ন। কতদিন থাকবে যুদ্ধবিরতি? কোন শর্তে? আজ, সোমবার দুপুর ১২টায় ভারত ও পাকিস্তান; দুই দেশের দুই ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস আলোচনায় বসবেন। যুদ্ধবিরতির ভবিষ্যৎ ঠিক হবে সেখানেই।