৫০ জন শিশুকে ধর্ষণ করে সেক্সটেপ ‌বানানোর দায়ে গ্রেপ্তার উত্তপ্রদেশের ইঞ্জিনিয়ার

১০ বছর ধরে ৫০ জন শিশু ও কিশোরীকে ধর্ষণ করে তাদের সেক্সটেপ (‌sex tape)‌ ‌বানিয়ে ইন্টারনেটে ব্যবসা করে সে। মঙ্গলবার সিবিআই রাম ভাওয়ানকে গ্রেপ্তার করে।

November 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

উত্তপ্রদেশের সেচ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ারের হাতে হাতকড়া। ১০ বছর ধরে ৫০ জন শিশু ও কিশোরীকে ধর্ষণ করে তাদের সেক্সটেপ (‌sex tape)‌ ‌বানিয়ে ইন্টারনেটে ব্যবসা করে সে। মঙ্গলবার সিবিআই রাম ভাওয়ানকে গ্রেপ্তার করে। 

পাঁচ থেকে ১৬ বছর বয়সি শিশু ও কিশোরীদেরকে ধর্ষণ করত সে। পুরো কর্মকাণ্ডটি নিজের ফোন, ল্যাপটপ বা অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রের ব্যবহার করে রেকর্ড করত। বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্র দিয়ে শিশুদের লোভ দেখাত। তার ডেরায় তল্লাশি করে আট লক্ষ টাকা সিবিআইয়ের হাতে এসেছে। এছাড়া মোবাইল ফোন, ল্যাপটপ, ওয়েবক্যাম, পেন ড্রাইভ, মেমরি কার্ড ও বিভিন্ন সেক্স টয় (‌sex toy‌) উদ্ধার‌ করেছে কেন্দ্রীয় সংস্থা। ভাওয়ানের ইমেল (‌email‌)‌ থেকে যা তথ্য পাওয়া গিয়েছে, সে বহু বছর ধরে দেশবিদেশের ডার্ক নেট (‌dark net‌) ব্যবহারকারীর কাছে‌ সিএসএএম অর্থাৎ ‌শিশু যৌন নিগ্রহের উপাদান (‌Child Sexual Abuse Material)‌ বিক্রি করছে। জানালেন সিবিআইয়ের মুখপাত্র আরকে গৌড়।     

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen