মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশনের পাঁচ কর্তার বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং একক বেঞ্চ গত ১৮ মে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার রায়ে যেরকম নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ মোতাবেকই সিবিআইয়ের এই পদক্ষেপ।

May 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শনিবার মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের পাঁচ কর্তার বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে এফআইআর দায়ের করল সিবিআই। ষড়যন্ত্র থেকে প্রতারণা, জালিয়াতি থেকে কারচুপির মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং একক বেঞ্চ গত ১৮ মে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার রায়ে যেরকম নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ মোতাবেকই সিবিআইয়ের এই পদক্ষেপ।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার, কমিশনের প্রাক্তন সচিব অশোককুমার সাহা, কমিশনের প্রাক্তন প্রোগ্রামার সমরজিৎ আচার্য এবং কমিশনের উপদেষ্টা তথা সুপারভাইসারি কমিটির আহ্বায়ক শান্তি প্রসাদ সিনহা, এই পাঁচজনের বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছে। এছাড়া স্কুল সার্ভিস কমিশনের আরও বেশ কয়েকজন অফিসারের বিরুদ্ধেও সিবিআই এফআইআর করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen