ফের শেখ সুফিয়ানের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের, চক্রান্তের শিকার?

গত বছর সেপ্টেম্বর মাসে বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তলব করা হয়েছিল তৃণমূল নেতাকে। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে।

February 10, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

তৃণমূল নেতা শেখ সুফিয়ান সহ ১৮ জনের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ তুলে FIR রুজু করল CBI। গত বছর সেপ্টেম্বর মাসে বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তলব করা হয়েছিল তৃণমূল নেতাকে। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। এরপর ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় BJP কর্মীকে খুনের মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শেখ সুফিয়ান (Sheikh Sufian)। যদিও হাইকোর্ট ওই আবেদন নাকচ করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজনীতিক। বুধবার ওই মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট। স্বাভাবিকভাবেই সাময়িক স্বস্তি পেলেন তিনি।

২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে (Nandigram) তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন সুফিয়ান। ভোটের ফল ঘোষণার পর নন্দীগ্রামের একাধিক এলাকায় BJP-র উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এক BJP কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে সুফিয়ান ও তাঁর দলবলের বিরুদ্ধে। কলকাতায় SSKM হাসপাতালে ওই আহত BJP কর্মীর মৃত্যু পর থেকেই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তাঁর পরিবার মানবাধিকার কমিশনের কাছে যে অভিযোগ দায়ের করেন, তাতে অভিযুক্তদের তালিকায় সুফিয়ানের নাম ছিল। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে জিজ্ঞাসাবাদ এবং পরে সুফিয়ানের বিরুদ্ধে BJP কর্মীকে খুনের অভিযোগ দায়ের করে CBI। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এবার সুপ্রিম কোর্টে আগাম জামিন মঞ্জুর তৃণমূল নেতার।

এর আগে ভোট পরবর্তী হিংসার ঘটনায় তৃণমূল নেতাকে তলব করা হয়েছিল হলদিয়ার CPT গেস্ট হাউজে। BJP নেতা দেবব্রত মাইতির (৪৯) খুনের ঘটনা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে CBI। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেছিলেন, “বেশি কিছু বলব না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদের সাহস রয়েছে। তাই CBI এর মুখোমুখি হতে যাচ্ছি। যা জিজ্ঞাসা করা হবে, তার উত্তর দেব। আমাকে দেবব্রত মাইতির ঘটনায় ডাকা হয়েছে। আমরা সকলেই তৃণমূলের সমর্থক। রাজনীতিগত ভাবে কেনাবেচা BJP এবং শুভেন্দু অধিকারী। আমাকে যখনই ডাকা হবে, আমি আসব। BJP চক্রান্ত করেছে। সেই কারণেই আমাকে। জড়ানো হচ্ছে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) চক্রান্ত করেছেন। তবে আমি সহযোগিতা করব।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen