CBSE: নবম শ্রেণিতে চালু হচ্ছে Open-book assessments
২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু হতে চলেছে বিশেষ মূল্যায়ন পদ্ধতি। ২৫ জুন বোর্ডের গভর্নিং বডি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২০: আগামী শিক্ষাবর্ষ থেকে CBSE-র নবম শ্রেণিতে চালু হচ্ছে ওপেন বুক অ্যাসেসমেন্টস (Open-book assessments)। বই খুলে পরীক্ষার অনুমোদন দিয়েছে CBSE। আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু হতে চলেছে বিশেষ মূল্যায়ন পদ্ধতি। ২৫ জুন বোর্ডের গভর্নিং বডি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
জানা যাচ্ছে, জাতীয় শিক্ষা নীতি-২০২০ এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন-২০২৩-র (NCFSE) সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত। সিদ্ধান্ত অনুযায়ী, নবম শ্রেণি থেকে ল্যাঙ্গুয়েজ, অঙ্ক, বিজ্ঞান ও সোশ্যাল সায়েন্সের মতো বিষয়গুলিতে মূলত ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। জানা যাচ্ছে, স্কুলগুলির উপর জোর করে ওবিএএস চাপিয়ে দেওয়া হবে না। তারা এই পদ্ধতি নাও অনুসরণ করতে পারে।
উল্লেখ্য, ওবিএএস CBSE-তে কোনও নয়া পদ্ধতি নয়। ২০১৪-১৫ এবং ২০১৬-১৭ সালে নবম ও একাদশ শ্রেণির কিছু বিষয়ে ওপেন টেক্সট বেসড অ্যাসেসমেন্ট চালু করা হয়েছিল। ২০১৭-১৮ সালের শিক্ষাবর্ষে অবশ্য এই পদ্ধতি বন্ধ হয়ে যায়। NCFSE-র মতে, ওপেন বুক ব্যবস্থার মূল উদ্দেশ হল মুখস্থ নয় বরং প্রশ্নের সঠিক উত্তর প্রয়োগ করা। যার মূল উদ্দেশ পড়ুয়াদের বিশ্লেষণী দক্ষতা যাচাই করা যায়।