সিবিএসইর দশম ও দ্বাদশ জুলাই মাসে

সিবিএসই’র বাকি থাকা দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে জুলাই মাসে। আগামী ১ থেকে ১৫ জুলাই ওই পরীক্ষা হবে বলে আজ ঘোষণা করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। করোনা মোকাবিলায় লকডাউনের কারণেই উল্লেখিত দুই শ্রেণীর মোট ২৯টি বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

May 9, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

 সিবিএসই’র বাকি থাকা দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে জুলাই মাসে। আগামী ১ থেকে ১৫ জুলাই ওই পরীক্ষা হবে বলে আজ ঘোষণা করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। করোনা মোকাবিলায় লকডাউনের কারণেই উল্লেখিত দুই শ্রেণীর মোট ২৯টি বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। 

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল।

তবে করোনা ভাইরাসের সংক্রমণের দুশ্চিন্তা মাথায় রেখেও আগামী ১ থেকে ১৫ জুলাই বাকি থাকা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। তবে দশম শ্রেণীর ক্ষেত্রে কেবলমাত্র উত্তর-পূর্ব দিল্লি ছাড়া গোটা দেশে আর কোনও পরীক্ষা হবে না। দিল্লিতে সংঘর্ষের কারণেই ছ’টি বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তাই ওই বাকি থাকা ছ’টি বিষয়েরই পরীক্ষা হবে। শুধুমাত্র উত্তর-পূর্ব দিল্লিতে। 

অন্যদিকে, দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে গোটা দেশে বাকি থাকা ১২টি বিষয়ের পরীক্ষা হবে। উত্তর-পূর্ব দিল্লিতে হবে বাড়তি ১১টি বিষয়ের পরীক্ষা। দিল্লিতে সংঘর্ষের কারণেই ওই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।  

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen